পিচ্চি একটা ডাটাসেট দিয়ে মডেল ট্রেইন করে, একজন মানুষের উচ্চতা, ওজন এবং জুতার মাপ দিয়ে জেন্ডার নির্ণয় করব।
প্রথমেই আমাদের ডিভাইসের ইনভাইরনমেন্ট এবং ডিপেন্ডেন্সি সেট করে নিতে হবে।
ডিভাইসে পাইথন ইন্সটল করা আছে কিনা চেক করতে হবে এবং ইন্সটল না করা থাকলে ইন্সটল করে নিতে হবে। এখন ডিপেন্ডেন্সিগুলো ইন্সটল করার পালা। সবার আগে কমান্ড প্রম্পট দিয়ে পাইথন লাইব্রেরী pip (pip install -U pip) ইন্সটল করে নেয়া লাগবে। এরপর নিচের ডিপেন্ডেন্সিগুলো ইন্সটল করে নেই,
- Scikit-learn (pip install -U scikit-learn)
- numpy (pip install numpy)
- scipy (pip install scipy)
মিসিং কোন ডিপেন্ডেন্সি থাকলে pip থেকে ইন্সটল করে নিতে হবে।
ডিপেন্ডেন্সিগুলো টারমিনাল দিয়ে ইন্সটল করার পর sublime Text দিয়ে কোড রান করতে হবে।