Skip to content

Latest commit

 

History

History
34 lines (18 loc) · 3.12 KB

10-git-cherry-pick.md

File metadata and controls

34 lines (18 loc) · 3.12 KB

গিট চেরি-পিক

কোন গিট রিপোজিটরিতে একাধিক ব্রাঞ্চ থাকলে এক ব্রাঞ্চের কাজ সহজেই অন্য ব্রাঞ্চে নেওয়া যায় git cherry-pick কমান্ড ব্যবহার করে।

ধরা যাক, আমাদের রিপোজিটরিতে master ব্রাঞ্চ ছাড়াও আরও দুটো ব্রাঞ্চ আছে: featurehotfix। তিনটি ব্রাঞ্চে আলাদা আলাদাভাবে লগ খুললে এরকম দেখা যাচ্ছে:

master ব্রাঞ্চ:

git log on master

feature ব্রাঞ্চ:

git log on feature

hotfix ব্রাঞ্চ:

git log on hotfix

দেখা যাচ্ছে, master ব্রাঞ্চে প্রথম কমিটটি দেওয়ার পরই দুটি আলাদা ব্রাঞ্চ খোলা হয়েছে এবং ব্রাঞ্চ দুটিতে পরস্পর থেকে স্বাধীনভাবে কাজ চলছে।

এখন ধরা যাক, আমরা feature ব্রাঞ্চে কাজ করছি, আর অন্য কেউ hotfix ব্রাঞ্চে কাজ করছেন। hotfix ব্রাঞ্চের Solution to a very specific problem কমিটে যে কাজটা করা হয়েছে, সেই কাজটি আমাদের বর্তমান ব্রাঞ্চে যোগ করা প্রয়োজন। এর আগের কমিটটি না হলেও চলবে। তাহলে কীভাবে আমরা সেই কমিটটি পেতে পারি?

এটি পাওয়ার উপায় হলো git cherry-pick। উক্ত কমিটের হ্যাশ নাম্বার হচ্ছে ffe3e1f1e516fe73c913796213cfa0a31c60809a। তাহলে আমরা আমাদের feature ব্রাঞ্চে থাকা অবস্থায় নিচের কমান্ডটি দিতে পারি:

git cherry-pick ffe3e1f

তাহলেই hotfix ব্রাঞ্চ থেকে ওই একটি কমিট আমাদের feature ব্রাঞ্চে চলে আসবে। এখন যদি আমরা git log কমান্ড দেই, তাহলে দেখতে পাবো,

git log on feature after cherry-pick

দেখা যাচ্ছে, hotfix ব্রাঞ্চ থেকে শুধুমাত্র ওই একটি কমিট feature ব্রাঞ্চে যোগ হয়েছে এবং feature ব্রাঞ্চে করা আগের কমিটগুলো আগের মতই রয়ে গেছে।